DU Mart...

About us

যদিও পৃথিবীর সব আয়োজন আমাদের এই শরীর কেন্দ্রিক, তারপরও এই শরীরকে ঠিক রাখার প্রধান নিয়ামক নিরাপদ খাদ্য ও যথাযথ পুষ্টির ব্যাপারে আমাদের সবেচেয়ে বেশী উদাসীনতা। এক দিকে বাজার গুলো ভেজালে ভরপুর অন্য দিকে শহরের আনাচে কানাচে গড়ে উঠছে নামে বেনামে হাসপাতাল।ছোট কালে ছয় বছর বয়সে যেমন আমাদের স্কুলে ভর্তির একটা চিন্তা কাজ করে তেমনি বর্তমানে এইটা চিন্তার বিষয় হয়ে গেছে যে শেষ বয়সে হাসপাতালে ভর্তি হতে হবে।

আমাদের নিত্য দিনের খাদ্য ব্যবস্থায় যদি বিরাট একটা পরিবর্তন আনতে পারি, আমরা বিশ্বাস করি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণ বেড়ে যাবে।খাদ্য আর পুষ্টিকে নিয়ে আপনার ভাবনার জগতে যোগ করতে চাই ভিন্নমাত্রা।

অন্যদিকে দেশের উন্নতির অন্তরায় দেশীয় পণ্য বর্জন। স্বনির্ভর বাংলাদেশ গঠনে বাংলাদেশে উৎপাদিত দ্রব্যসামগ্রীর প্রতি সবার আস্থা এবং আগ্রহ সৃষ্টি করতে হবে। দেশীয় সামগ্রীর প্রতি সচেতনতা বৃদ্ধি প্রয়োজন। আমরা যদি কিছু কিনতে গেলে 'মেড ইন বাংলাদেশ'কে গুরুত্ব দেই এবং সবাই যদি বাংলাদেশের পণ্য ব্যবহার করি তাহলে দেশের অর্থ দেশেই থাকবে। 'মেড ইন বাংলাদেশ' এর প্রতি সচেতনতা দেশকে উন্নতির চরম শিখরে পৌঁছে দিতে পারে।

দেশীয় পণ্য ব্যবহার বৃদ্ধিই পারে আমাদের সত্যিকারের স্বাবলম্বী করে গড়ে তোলতে।

DU Mart ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত দেশিয় ও বিশুদ্ধ নিত্য প্রয়োজনীয় পণ্যের বিশ্বস্ত প্লাটফর্ম।

বাংলাদেশে নিরাপদ খাদ্য সচেতনতা তৈরি করা ও দেশীয় পণ্য ব্যবহারে উদ্বুদ্ধ করাই DU Mart এর প্রধান লক্ষ্য।


আউটলেটঃ১৭৭ (২য় তলা),বুয়েট মার্কেট,পলাশী।

মোবাইলঃ ০১৫৬৭৯০৫১৯৯